কী একটা বোধ কাজ করে, বুঝি না-
তোমাকে ভালোবাসি, না অন্য কিছু !
আসলে, মনটা এমনই- ভালোবাসলে
বারণ করে আর না বাসলে কাঁদে নীরবে ।
ঘরে বসে থাকলে, তাড়া- সময় বুঝি
ফুরায়ে যায় । শুলেও স্বস্তি নেই-
চিন্তা, বুক কুরে-খাওয়া কোরাস্-
হাজার ঝিঁঝিপোকা- একরোখা !
এই যাব যাচ্ছি করেই তো গোঁয়ে যাচ্ছে দিন,
ভেবে ভেবে জেনেছি অনেক- সংসারটা মিছা ।
তবুও যেন ভালোবাসি !
বড়ো ভয়ে ভয়ে গোপনে
ভালোবাসি ।
(রচনা কালঃ ০৩/০৫/১৯৯৭)