ভালোবাসা পদ্ম-পাতায় একটি বিন্দু জল
করে শুধু টলমল ।
আবেগ-ঘন শ্রাবণ মেঘে ভরে ওঠে সে জল
প্রভাত-স্বপন যেন, ঝরে পড়ে কেবল ।
.
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.