ভালোবাসা পদ্ম-পাতায় একটি বিন্দু জল
            করে শুধু টলমল ।
আবেগ-ঘন শ্রাবণ মেঘে ভরে ওঠে সে জল
  প্রভাত-স্বপন যেন, ঝরে পড়ে কেবল ।




.