ছেলেবেলায় গরু-ছাগল তাড়াতে গিয়ে
কখনও চলে গেছি গাঁয়ের সীমানায়-
বাউণ্ডুলে বেড়াল ধরে ফেলে এসেছি অন্য পাড়ায় ।
খেতে বসে কে-না মাছি তাড়ায়,
ফুঁ দিয়ে সরিয়ে দেয় গেরস্থালী বই-টেবিলে
পড়ে থাকা ধুলো-বালি;
প্রতিবাদী হয়, আওয়াজ তোলে
বাসে-ট্রামে অন্যায় হ'লে ।
আজ নিদাঘের স্তব্ধ অপরাহ্নে
দেখি অবাক চোখে-
বাছুর ঠেলছে বেড়া, ছাগল চেখে নিচ্ছে বাগান,
বেড়াল ঢুঁ মারছে ঢাকনা দেওয়া খাবারে ।
দখীনা বাতাস জড়ো করছে ফেলনা ;
পাশের ঘরের চপলা মেয়েটা দেখি ছুপ-চাপ !
ক্ষণিক ভাবি, তারপর আর পারি না-
যখন শুনি- রণ ভঙ্গ দিলেন আন্না
অপনে-আপ !
কত শত কাজ করে লড়াকু মানুষ
তবুও শেষ নেই তার কাজের ।
জীবন হাজার ঝামেলার-
তার কি কিছু সত্যি লাঘব হয়
একার ক্ষণিকের তৎপরতায় ?