সময়ের চাকা ঘুরছে ...
রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা;
জীবনটা এ কোন সুরে বাঁধা...

বসন্তে চাই কিছু রঙ
মনটার কিছু যদি হয় ভালো...
আঁচলের লাল গুলাল যায় নি এখনও মুছে
পলাশ তরু-মূলে বাতাসের দীর্ঘশ্বাস
মন চুরি করে আনে
পুরনো দিনের সেড-সং-মেলোডি;
         চোখ ঠায়
              আম্র-শাখায়

নব-কিশলয় রঙীন-পত্র মেলে-
            কখন যে জীবনময়

নববর্ষ শুভেচ্ছা-বার্তায়...

(রচনাকালঃ ২৯-০৩-২০১৮)










.