তখন হয়তো শ্রান্ত রুকনির তীর- নীরব বট ছায়া তলে
কোমল হস্ত প্রসারিত করি  জানায়েছে বিদায়,
শুক্ল চতুর্দশীর বাঁকা চাঁদ ।  আমি ঘুমিয়েছিলাম কি-না
জানি না-  তবুও, আমার ঠিক মনে আছে- সে যেন
কিছু বলে গেছে...   দোয়েলের নরম গানের মতো
গেয়ে গেয়ে কবে সে আবার হারিয়ে গেছে-  কোন
সবুজ পারুল বনে; মেঝের পরে ক্ষীণ সেজের আলো
কাঁপিল ক্ষণ কাল যেন আমার হৃদয়-অনুরণনে; তারপর...

তারপর, কে যেন চোখের পরে ঢেলে দিলো
এক খানা নক্ সী কাঁথা- মনে হয়, এই খানেই
পৃথিবীর সব চেয়ে বেশী বিষন্নতা- এই খানেই রূপাই'এর বাঁশী
বড় করুণ- শব্দহীন গোরস্থান, বউ-কথা-কও'টি ঝিমোয়
ক'য় না কথা- এইখানটাই শুধু অনুভব আর চেতনার,
তাই গাছেরা চুপ-  টুপ টুপ করে ফেলে শিশির-অশ্রু ...


রচনাকালঃ  ১৯৯০ ও ০৮-০৯-২০১৬
© পিসিএস ।






'