হয়তো সে মুখ খানা আর দেখিব না... জানি না
কতদিন ঝরে র'বে লাল গোলাপ অমনি পৃথিবীর
পথে পথে; সবুজ করুণ ঘাসে অসাড় পতনে বুলবুল;
জানি না কত দিন সেই সবাক পাখিটি ডেকে ডেকে যাবে
আশ্বিনের উৎসব-অবসানে কৃষ্ণা ধানের ঘন ছায়া প'রে
লুকায়ে যাবে যার ক্ষীণ ছায়া? আহা- পাখিটি হয়তো
কোন চক্রবাক; ম্লান জোছনার মাঝে সে বেঁচে থাক ;
বেঁচে থাকবে চিরকাল ?
বিনিদ্র রাত্রির নীরব দীর্ঘশ্বাস, বিস্তীর্ণ ক্লান্ত মাঠের (শেষে)
শিরীষ পাতার মৃদু কাঁপন- আর সেই শোকে ঘনীভূত
ধানের আগার মৃদু অশ্রু ; মনে হয়, আবার কবেকার
সেই রাজকুমার- কৃশতনু বিমর্ষ মুখ, এলোচুলে কা'রে অনুসরি
এসেছে পাহাড়ের পদতলে ক্ষিপ্তের মতন- ও ! তাইতো !
শুকিয়ে গেছে ঝিলের শাপলা- এই বুঝি শীতের শুরু...
(রচনাকালঃ ১৯৯৩ ও ০৩-০৫-২০২০।)
© পিসিএস ।
.