দিন যে হাত পাতে সাঁঝের দুয়ারে ...
নিঃস্ব যে বিশ্বকে তার নেই কিছু দেবার ;
উষ্ণ ছিল রক্ত, ফিনকি ছোটার তালে
সেও মন্থর, কালে...
নিভো-নিভো প্রদীপ যেমন নেভার আগে
জ্বলে ওঠে একবার ;
মৃত্যুমুখী মানুষ- ঈষৎ উচ্চকিত
চোখ মেলে...
পড়ন্ত বিকেলের উপলব্ধি-
এক মৃত্যু- হাত পাতে
আর অন্য
লেখে-
নূতন সূর্যের আলিঙ্গন...
(রচনাকালঃ ৩০-১২-২০১৭।)
.