চলতে চলতে
এক এক জনের সাথে
দেখা হয়ে যায়  তখনই খ্যাল হয়
নিজের পথকে পরখ করে দেখার...

সে হোক আদর্শ-পুরুষ বা কূলপিতা
সামনে গেলেও যা হয় না
তা হ’ল-   নিজেকে চেনা ।

পথের মানুষ- কী বা পরিচয় !
তবুও মুখোমুখি হতেই  
       কখন যে নিজের সাথে
                 দেখা হয়ে যায় নিজের

মানুষ যায় পাল্টে; পথও কখনও মিশে রাজ-পথে...  

হঠাৎ পাওয়ার জন্যই যদি হয় এ পথ চলা  
পথ কি এমনিই আদায় করে
পথের দাবী ?


(রচনাকালঃ ২৭-১০-২০১৭।)















.