আঁধার পথে
হেড-লাইটের আলোও পথ দেখাতে পারে না;
প্রতিফলক কিছু, আসলে- দেখায় ...
রাস্তার মোড়ের ষ্ট্যাচুগুলোও তো প্রতিফলক
এবং তা ঐতিহাসিকও বটে ;
পালা-বদল যে
মুছে দিতে চাইছে সব !
বন্ধু-বিহীন পথ-চলা বড় কঠিন...
রাত্রিকালীন হাইওয়ে যাত্রার দিলদরিয়া বন্ধু
রেট্রো-রিফ্লেকটর
নিঃস্বার্থ পথ দেখায় আলোর মালায়...
(রচনাকালঃ ০৫-০৮-২০১৮।)
____________________
* রেট্রো-রিফ্লেকট: বিপরীতমুখী
প্রতিফলক ।