কোন পরীক্ষা ছাড়াই ছেলেটা নবম শ্রেণিতে;
এবার থেকে সে বসবে পরীক্ষায়...
তাড়া ছিল না; এতদিন তো সে পরীক্ষাই দেয় নি ;
এই পরীক্ষার কথা ভেবে, ভয়ে-ভয়ে সে এখন
যাচ্ছে পেছন দিকে; উঁচু থেকে নীচু ক্লাসে...
হাঁটা ছেড়ে তার দৌড়টাই নজরে পড়ছে ;
সে কি কোন স্বপ্ন দেখে?
স্বপ্নে আমারা খুব তেজোদৃপ্ত হয়ে দৌড়োতে পারি না;
তাই আজও ঘুমোলে কখনও স্বপ্ন দেখি-
দৌড়ে দৌড়ে পিছিয়ে যাচ্ছি...
হয় তো আমাদের সময়ে
পাস-ফেল ছিল বলে...
রচনাকালঃ ২২-০৭-২০১৭ ।
(কাব্যঃ আলোর স্রোতে ; গ্রন্থঃ তুমি
এলে বলে ।)
.