(রম্য কাব্য)
(১)
বলে-ক'য়েও হলো না কাজ- গিন্নী তিতিবিরক্ত ;
পরশীর মোরগী এসে জ্বালাচ্ছে রোজ- প্রতি অক্ ত !
বধিয়ে তারে, রাঁধতে- যবে সে সঘর্ম
কর্তা কহে- যত্ত সব অপকর্ম!
গিন্নী বলে- তোমার জন্য করে রেখেছি গো- শুক্তো!
(রচনাকালঃ ২৬-০৪-২০২০।)
২)
পরিবেসনে এসে গিন্নী ভাবে- যাক, পরশীটা হয়েছে জব্দ!
শুক্তো মুখে কর্তা ক'ন- নেই যে তোমার আজ টু-শব্দ!
দেবে না মাংস, আপত্তি নেই তাতে
ঝোলটা তো দাও পাতে;
তাছাড়া, তেল-মশলা তো ছিল নিজের ঘরেই উপলব্ধ!
(রচনাকালঃ ২৮-০৪-২০২০।)
'