( কিশোর কাব্য )

বাল্য-স্মৃতিতে, দাদু! গর্ব হয় তোমার জন্য ;
কথা ও ব্যবহারে তুমি যে ছিলে অনন্য ।

ছিল মোদের প্রত্যাশা
পূজা-শেষে, তোমার নকুল-বাতাসা;

তাই আজও মনে করি তোমার স্নেহ আর সৌজন্য ।


(রচনাকালঃ ০৯-১২-২০১৭।)











'