আমি তোমার প্রেমে বন্দী, ওগো !
নেই যে হেথায় বাঁধন ।
চারিদিকই চারি দেয়াল-
ত্যাজি নকল দুর্গ ।
আমায় মারে না রে কানুন ওগো !
মারে বিরহ-বিদূর ;
তাইতো আমার কেঁদে কেঁদে
কাটে নিশি-ভোর ।
তুমি এমন করে বন্দীটারে
রেখো না গো কয়েদ ঘরে !
তোমার নেই কি ইচ্ছা মুক্ত করা ;
তাই কি ওগো-
দ্বারের কাছে- রূপটি ধরা?
(রচনাকালঃ ১৯৯০ ।)
.