খেতের মাঠে, আগাছার স্তূপ হ'তে
পাকিয়ে উঠছে ধোঁয়া, গোধূলির আধো-অন্ধকারে ।
হঠাৎ দেখা পথে, এক মগ্ন-চেতন কবির সাথে ।

: কি করছেন ?
( কোন উত্তর নেই ।)

: পরিবেশ দূষণ নিয়ে কাগজে এখন যে কত কী লেখালেখি-
সেরকম কিছু কি চিন্তার গভীরে ?
( তাও উত্তর নেই ।)

: সময় যত যাচ্ছে, দূষণ তো বেড়েই চলছে- কিছু একটা করুন ।

নিমরাজী হয়ে, শেষে এ উত্তর-

পাগল না কি যে পরের কথায়-
শুভ্র কাগজের কুমারী-ইজ্জতটুকু নেব কেড়ে ?
এখন আমার কলম থেমে-
মাথা কুটলেও এক ইঞ্চিও যে এগবে না সামনে ;
অন্ততঃ এটুকু সময় তো দেবে-
যখন পর্যাপ্ত বায়ু আর তাপে
ধোঁয়া কেটে গিয়ে আলোক শিখা জ্বলে উঠে-

আর শেষে
লেখনীর প্রাণ-সঞ্চার ঘটে  ।


রচনাকালঃ ০৮-১২-১৯৯৯
DBP



.





.