সমুদ্র-তীরে
নিবিড় কেসুরীণা বন ডাকে-

শান্তি খোঁজে
এক ব্যর্থ-প্রেমিক ;

ঢেউ-ভাঙার শব্দ
অবিরাম...

ফিরে আসে-
তা'রে পিছনে রেখে !

(রচনাকালঃ ১৯-০৮-২০১৭।)











.