জীবন-গল্পের অনুবাদক শিশু ।
যাযাবর জীবনে মা’র কপালের ভাঁজ
মুছে ফেলতে পেরেছে কি চাষাবাদ ?
চাষে সন্তান সাহায্যের হাত বাড়ালেও
               মা’কে ভাবায় এখনও পথ-শিশু;
কিন্তু এই কলি যুগে এসে বৃদ্ধাশ্রমে যে মা ...
ছেলে-মেয়ের চলার পথে সে কি
নুয়ে পড়া কোন বাঁশ গাছ ?

উঠোনের আগাছা চলে আসছে দাওয়ায়;
মুঠো ফোন হাতে ভদ্রাসনের বৃদ্ধা মা একা ;
ডায়রীর পাতায় লিখি এক একটা দিনের কথা ;
কি চেয়েছি আর কী হ’ল !
চিন্তার কানা গলি ঘুরে এলে  
       কাব্য-চরণে পড়ে তিন ফুটকি ;
                আঁধারে
                     নতুন সূর্য  

পাতার এক-সমতলে আঁকি ছবি
কিন্তু তা'তে থ্রী-ডি'র
              সব কিছু কি ধরা যায় ?


রচনাকালঃ ১২-০৬-২০১৮ ও
০৭-০৭-২০১৮ ।




.