(এক কিশোর শরণার্থীর নৌকাডুবিতে
মৃত্যুর স্মৃতিতে লেখা ।)
    
এক মরসুমে বিবৃদ্ধি আর মরসুমে ক্ষয়;
বালুকা বেলার পরে জীবনটা যে ব’য় !

কখনও সাগরও অবাক করে
যখন সৈকত-রেখার পরে-

কোন কিশোর চির-নিদ্রায় শুয়ে র'য়!

(রচনাকালঃ ০৬-০২-২০১৮।)











.