ইতস্ততঃ পা এসে দাঁঁড়ায়
বালুকা বেলায়- অঘোর সন্ধ্যায় !
হাতে হেণ্ডবিল ছিল, হেণ্ডবিল কোথায়-
বাতাস অট্টহাসে ।
বাবলা বন ডাকে পাশে
হাতছানিতে, ''ও কবি ! কোথা যাবি ,
আয় আমার কাছে ''।
দূরে সমুদ্দুরে, কৃষ্ণা চতুর্দশীর চাঁঁদ
দোলে প্রেত নৃত্যে ; জেলেরা হাট করে
ফেরে ঘরে, বিভূতি অন্ধকারে ।
কে-ই-বা রাখে খবর নর্দমার চোরা স্রোত
কেমনে আশ্রয় নেয় নোনা জলে !
রুকনির জল বরাক- ব্রহ্মপুত্র
হয়ে পড়েছে কবে সমুদ্রে !
এখানে কেন কবি ?
ঢেউ'এর মিছিল আছড়ে পড়ে
ক্ষীপ্ত পদাঘাতে !
(SAD17082001)