একটা নৈঃশব্দে সে আসে
কথা পাতে, আরশির
            আড়াল থেকে ...

রাত হ’লে সে আরও মুখর;
নিয়ে যেতে চায়
কোন কল্প-কথার দেশে;
দেয়ালে-দেয়ালে শুনি অনুরণন
আধো-ঘুমে, নিশুতি রাতে...

কবে সে এসেছিল...
আজও সে আসে;
জীবনের উত্তাপ সব ফেলে
গড়ে কি সে কোন ধূসর জগৎ?

জেগে ওঠলেই
      মেলে ধরে যেন
             স্নিগ্ধ শীতলতা...  

(রচনাকালঃ  ২৩-০৯-২০১৮ ।)








.