কবি,  তুমি  ছবি  আঁকো  নিরজনে  বসি-
বিশ্ব-মাঝে আছে  যত  শোক, দুখ-সন্তাপ
তুমি  ধরে   আছো-  সে যে হৃদয়-নাশী !
'মিছি  বেলা যায়'  তবে  কেন আর পাপ ?
ছবি আঁকো তুমি বাক্যে, হে! বাক্য-নবাব !
বিষাদ    বিহ্বল,   দুটি    হাত   অচপল-
আঁখি   ছলছল ;  থাক  সে  শোক-গজল-
কোথায়   তব    শেষ   সওয়াল-জবাব ?

নির্বিকার   সব,    দুর্মতি   ছাড়ে  হুঙ্কার,
রক্ত   হিম   হয়ে    যায়  উৎপীড়িতের !
জানি,   তব   লেখনী,    গতিময় তরণী-
নেপথ্য-অভয়-শক্তি   উজ্জীবে  কাণ্ডারী ।
বসি  আঁকো  ছবি- উঠিছে  তুফান ভারী-
সিঁদুর   রণ-রঙে   জয়  নিশ্চিতে আনি !  

(রচনা কালঃ ২২/১০/২০১৬ ।)





___________________
বি.দ্রঃ  এই কবিতার প্রথম লাইন ও  
বাঁ-প্রান্তের অক্ষর-সমূহ (উপর
থেকে নিচে) এক  ।