ভাদ্রের চেঁচামেচির শেষ ;
রাস্তার ধারে এখন কিছু বখাটে কুকুরের
অবসর যাপন নীরব দুপুরে ...
প্রকৃতির নিয়মে বাঁধা তবুও গ্লানিহীন ;
পাশের বাড়ির পিঠে-বখরা মুখে নিয়ে
মঙ্গলা পথ পেরিয়ে আসে নির্বিবাদে
শাবকের কাছে...
বর্বর জীবন পেরিয়ে এসেছে মানুষ ;
কিন্তু কবে থেকে এই কুকুর, মানুষের কাছাকাছি?
নিজের পালিত ছুঁড়ি-কুকুরীটি মা হয়েছে এবার ;
পাড়ার ধর্ষিতা মেয়েটির- একবার তারে
ডেকে আদর করতে ইচ্ছে হয়
কিন্তু ডাকলে না;
ভয়
একটাই-
পাছে নরপশুগুলি কিছু বলার সুযোগ পেয়ে যায়!
(রচনাকালঃ ২৪-০২-২০১৮।)
.