নেইকো ঝিলে সেই জল-  নেই সে জেলে;
কি করবে নন্দ সেই মাছ হাটে পেলে-
যে মাছ খায় ভাজা করে-
'তার-তেলে-তারে'?
ভাবছে বসে তাই হাতটি রেখে গালে!


(রচনাকালঃ ১৯-১০-২০১৯।)




.