একা্ একা্ কি করিছ... দোয়েল বলে যায় বনে;
টর্ টর্... শব্দে এক পশলা কালো মেঘ কবে
ঝরে গেছে আম-জাম-কাঁঠাল-সেগুনের প'রে ।
নেই মনে, কখন পাহাড়ের গা'র রাঙা রোদ
মুছে দিয়ে তূলো-মেঘ চলে গেছে ঐ সুদূরে;
বুক বুঝি মোর দমে গেছে ! এসেছিল সে...
এখনও যেন সে রয়েছে দাঁড়িয়ে- পথ-পরে !
যতনে রাখা ডিম যেমন সুনিবিড় শান্তির নীড়ে
খুঁজে শুধু পাখিরে; তেমনি দু'টি চোখ তুলে, আহা!
লক্ষী সহরের নবনীতা শ্যাম চেয়েছিল আমারে !
আমিই তো ফিরিয়ে দিয়েছি কবে- হায়, তারে-
অহমিকা ভরে! ...এখনও মন কেন খুঁজে তারে ?!
ভালোবাসার দিন জেনেছি, যবে যায় ফুরিয়ে
অধম প্রেম, ফের ভালোবাসে ফেলে এসেছে যারে..
(রচনাকালঃ ১৯৯৩, ০১-১০-২০১৬
ও ০২-০৫-২০২০) © পিসিএস ।
'