সমস্যার সাধারণ-মিল থেকে হয় মিতালী ;
আর মিতালী থেকেই মজলিস...
দেবতাদের রাজ্যে এখন আর বিস্তার নেই ;
ভ্রূণ-হত্যা, শিশু-নিগ্রহ কিংবা ইভ-টিজিং কস্মিন-কালেও শুনেন নি ধর্মরাজ;
আইন আছে কিন্তু ওদেরে ফাটকের দেয়াল অবধি নিয়ে যাবে কে ?
বাবাদের অবস্থাও তো তথৈবচ ...
তাই বলে হাই-টেক জীবনের
বিপদ-আপদের নেই কি কোন সুরাহা ?
কৃষি-আবিষ্কার তো এক ইতিহাস;
আজও আমরা সেই তিমিরে ; সমস্যা কমলো কই...
অতঃপর,
নয় নয়-জন স্ত্রীতে মিলে খুঁজি-
তিন তুড়ির করিস্মা-দেখানো
মুশকিল আসান বিবি...
(রচনাকালঃ ১১-০৮-২০১৮।)
.