কখন থেমে গেলে-
বর্ষান্তে, পত্রশীর্ষে শেষ জলবিন্দুর মতো ;
পড়ে রইলে যেন  অসমাপ্ত-
কোন এক কবিতা !

কত দিন যে গেল- রাখো নি খবর ;
ব্যলকোনীর হাতল-ভাঙা চেয়ারের বেত
ছিঁড়ে  হাওয়ায় দুলল কত !

বসন্ত এল ;  হিসেব নিলে
তারপর-  
দিলে ছাড়পত্র ।

শেষে,
তোমারও  যে বসন্ত !  

অবাক হলাম, শুনে ;
ভাবি, তাই  মনে মনে- এও কি হয় !
আগে দেখি নাই-

        এমন শ্রীযুক্ত বনসাই !

(রচনাকালঃ ৩০-০৬-২০১৭ ।)










.