কোন এক শীতের বিকেলে পাহাড়ের গায়-
দেখেছিলেম- বানরের পেছনে বানর সনিষ্ঠায়
একে অন্যের পরে আছে ঝুঁকে;  
উকুন ধরে আর পুরে মুখে ।
কদাচিৎ কেউ নড়ে গেলে- রেগে তারা মাথা ঠুকরায় !

(রচনাকালঃ  ১৬-১২-২০১৭ ।)


















.