এড়া-বাগানের* স্মৃতি ঘেঁটে-ই বা কি
যদি না কোন সুখ-স্মৃতি থাকে;  
চাষাবাদ তো এখন ইতিহাস...


খুঁটিয়ে দেখছো কি-
ঘরের পেছনে, টেরেসে- কোথায় কি ;
পুরনো কট্‌, র‍্যাক, বেতের চেয়ার-
গেলো কি সব, সলিড-ওয়েষ্ট ভ্যানে...

ক্রান্তিকালে সুপার-ষ্ট্রাকচার ভেঙে, সেজে ওঠে
দেশ, ঘরবাড়ি- অন্য মাত্রায়...

অবাক হ'বার কিছু নেই-
যদি ছেলেবেলায়  গাঁ'এর-ভিটে-বাড়িতে দেখা
কোন অবহেলিত লতা,
ড্রইং-রুমে এসে
সযত্ন-পালিত...

এক শো-পিস ; নাম তার-
'মানি প্ল্যাণ্ট'!

(রচনাকালঃ  ৩০-০৭-২০১৭ ।)








______________________________
*  বাগান-বেড়ার বাইরে, অযত্নে বেড়ে ওঠা গাছ-পালা  ।