দুই অঙ্গ এক প্রাণ- কেন বিধি হায়!
রচিলা এ ব্যবধান ! নিশিদিন ধরে
মন খুঁজে ফিরে- কোথা গেলে তারে পায়!
কভু সে যে চাহে মোহে, কভু লাজে মুড়ে!
কত কথা মনে জাগে- আধা যদি বলা
হল, আধা পড়ে থাকে; কী যে আঁধার !
দোঁহারে চিনেতে দোঁহে- কত কাটে বেলা
তবু হায়! বুঝা দায়! এ কী রীতি তার!
কোন কালে এক কায়া পেয়েছিল প্রাণ;
জীবন আঁধার হ’ল গিয়ে দুই স্থান!
হিয়ারে চাহিয়া হিয়া আঁকড়িয়া থাকে
মিলনে নয়ন তবু আঁধার যে আঁকে!
যত মিলি, মনে হয়- মিলি নি তো আগে;
তোমার পরশ নিত্য নবীন যে লাগে।
(রচনাকালঃ ৩১-১২-২০১৭
ও ১১-০৩-২০১৮ ।)
.