বীজ থেকে অঙ্কুর
তারপর-  গাছ
কাণ্ড-শাখা-প্রশাখা, পাতা, ফুল-ফল।
জীবনটা এমনি দেখা ছিল ।
শেকড়- অন্ধকারের জগত ছিল মাটির  তলে
তুমি উপড়ে তুলে এনে  দাঁড় করালে
এক মাষ্টার পিস
বৈঠক খানায়
অনন্য এক শিল্প-মহিমায় ;
শেকড়-সমগ্র উদ্ভাসিত হল
কাণ্ড-শাখা-প্রশাখায় ।
সেখানে পাতা না থাকার বিমূর্ততা ছিল না
ছিল তোমার কোন জীবন বোধ ।

বেক-গ্রাউণ্ডটা সকাল না কি সন্ধ্যের
এ নিয়ে ফুট-নোট দেওয়ারও  কোন
অবকাশ রাখো নি

আর-  আমি এই নিয়ে মাথা ভাঙছি  
আজও !


(রচনাকালঃ ২০১২
সম্পাদিতঃ  ০৮-০৩-২০২৫ ।)







.