গণতন্ত্রের সীমানায় এসে
যারা দীপ্তকণ্ঠে চিৎকার করে-
তারা জানে সীমানায় পৌঁছান কঠিন হলেও
কোন সীমানাই শেষ সীমানা নয় ।
কাদের জন্য নাওয়া-খাওয়ার পরোয়া না করে
নদী-পথ-ঘাট পেরিয়ে শহরের এ জমায়েত-
সমাজের মূল স্রোতের পন্থী-
তারাও জানে
এবং সচেতনে অপেক্ষা করে- সময়ের ;
সীমান্তবর্তী হতে
পারলেই যে হদিস মিলে
আর একটা সীমানার-
একটা নূতন সীমানার ।
(রচনা কাল: ১৮/১২/২০১৪
ও ০৩/১০/২০১৬)