'ভালোবাসা' নামটি কি লেখা হ'লো অন্তরে ?
দেখতে কেন, পাই না, হায়, তারে !
আমি যে সদাই
দেখতে যে চাই;
তাই তো লিখি কাগজে; দেখি বারে বারে ।

(রচনাকালঃ ০৫-০৫-২০১৮ ।)








.