এর নাম জীবন সংগ্রাম ।
সে রোজ গা'র পরে ভর করে
দুটো কড়ি করে ফিরে ঘরে-

চেনা ভিড় ঘেঁঁটে, হাইওয়ে হেঁটে
মেঘ-ফোঁড়া দালানে খিলান খুঁচায়ে,
বাঁশ-ফাঁটা রোদ্দুরে ঘেমে, নেমে
হাট করে, ফিরে রাতের আঁধারে ।

কী সব যে ঘুরে-ফিরে ঘুমের ঘোরে
চোখের পাতায় ! পাশ ফেরায়- ছারপোকা ?
ধোঁকা ? চিন্তার পানা সরিয়ে শেষে
গভীর ঘুমের জলে
টুপ্ করে ডুব দেয়, হঠাৎ ।
আর শেষমেশ ঘুম ভাঙে
হাজার বিদ্রোহী মানুষের কলরব মেশান
কী একটা স্বপ্নে !

একটা সংগ্রামী স্বপ্ন নিয়েই সে বাঁচে ।


(DBP24061995)



.