. করোটি খোঁজে গদ্য, নিত্য পড়ে সে দ্বন্দ্বে ;
হৃদয় পদ্যে সুখী- প্রকাশিলে ছন্দে ।
প্রাণের শুরু ও শেষ জলধির জলে
সময়-প্রগতি ছক সেই সত্য বলে ।
শৈল-শিরে কাব্য-ঝর্ণা রূপে যে কতই বর্ণা !
সমতলে দেখো যদি পাবে বহে চলে নদী-
সকাল সন্ধ্যাবধি গদ্য লিখে নিরবধি ।
(রচনাকালঃ ২৯-১১-২০১৬ ।)
.