১) চেনা সমুদ্র
কী-ই বা হারাবে সমুদ্র-সৈকতে
ফেলে রাখা পায়ের চটি জোড়া- এই যা...
ঢেউ তো নয় শুধু সময়ের বেড়িও ;
এক ঢেউ যদি নিয়ে যায়
ফেরৎ ঢেউ- আসবেই
তা দিয়ে যেতে
বাতাস যদি ব্যতিক্রমী না হয় ।
২) অচেনা সঙ্কট
হে! পরমহংস দেব !
সহজেই জলটুকু নিয়ে নিচ্ছ বিপরীত আস্রাবণে;
থুড়ি- এ জল বিশুদ্ধি করণ...
জানলে না তো- সমুদ্র জলের নোন বেড়ে গিয়ে
বিপদও আসতে পারে একদিন
জলজ প্রাণীর
দেখতে চাও কি
আর একটা কৃষ্ণ সাগর ?
রচনাকাল ২২-০৯-২০১৮।)
.