(রম্য কাব্য)
পায়ের ভাঁজে খোকাকে রেখে, চিৎ হয়ে শুয়ে-
বাংলার তালিম দিতো মা; নিতো 'মাতুলালয়ে'।
সেই ছেলেটি যখন পা দিয়ে কৈশোরে
ঝুললে এসে মা'এর পিঠোপ'রে;
মুখ-ঝামটায়ে কহে মা- ওসব আবদার, ঠাকমার কাছে গিয়ে!
(রচনাকালঃ ১০-০২-২০২০।)
______________________
বিঃ দ্রঃ * মাতুলালয়: শিশুকে পায়ের পরে রেখে
একটু উপরে তুলে, এক রকমের বিনোদন বা
শিশু ভোলানোর প্রয়াস ।
.