তুমি সুন্দর,
তাই চেয়ে থাকি আমি...

চেয়ে থাকি ;
এ শুধু এক চেয়ে থাকা...

এড়িয়ে গিয়ে
শেষে, চকিতে যে-
তোমার মুড়ে চাওয়া...

মানবে কি গো ?
যদি বলি আমি-

চাই নি তো
কোন কবিতা...

(চরনাকালঃ  ১১/০৮/২০১৭ ।)















.