(কিশোর কাব্য)

প্রবেশ–মূল্য পাঁচ টাকা ; পাড়ায় চলছিল কী একটা বাজি !
যুবাদেরে দেখে এক বুড়োও হাজির, নতুন পোষাকে সাজি ।
প্রেক্ষা-ঘরে কান-মলার শেষে
সবাই যখন ফিরছে  মুচকি হেসে ;
বুড়ো কেঁদে ক'য়-  আগে জানলে, রে পাজি ! হতাম কী আর রাজি!

(রচনাকালঃ ০৬/০৭/২০১৭ ।)









.