( কিশোর কাব্য )
সোফায় প'রে বসলে কালু, কালা'র জ্বলে পিত্তি;
ক্ষেপে গিয়ে সে তেড়ে যায়, দেখলে তার পুনরাবৃত্তি ।
এক সাঁঝে, আঁধারে যখন বাড়ি-শুদ্ধ
কুষণে এসে বসলে, ছোট্ট ছেলে- অনিরুদ্ধ;
শেষে, কালা'র লাঠির ঘায়ে, সে-ই হ’লে হাসপাতালে ভর্তি !
(রচনাকালঃ ২০-১০-২০১৮।)
_________________
* কালু একটা কুকুরের নাম ।
.