( বাংলা ভাষা স্মরণে )

হে মাতঃ ! কেমনে যোগাও তুমি স্তন্য-সম জল!
তুলে আনি ঢালি ক্ষেতে- আসে যদি ফুল ও ফল ;
কভু সে ধারা, ধর-
ক্ষীণ হতে হ’ল ক্ষীণ-তর ;
পুনঃশ্চ পেতে তারে আমি যেন থাকি নিশ্চল ।


(রচনাকালঃ ১৫-০৮-২০১৮।)









.