সুলভ মূল্যের প্লাস্টিক আর পলিথিন-পসরাই  
তাঁত-পাঁট আদি শিল্পের মৃত্যু-ঘণ্টা...

শিল্পের হাওয়া যখন তিন-ভুতে
গৃহস্থালী সিন্থেটিক সামগ্রী হচ্ছে নিষিদ্ধ
একে একে;
মানুষ  ডাকছে এখন টেলিপ্যাথিতে
                   সেই মৃত
                            কারিগরের আত্মা

বর্জ্য সংগ্রহে যে
            নগরপাল কল্পতরু

উৎসাহ-দানে  গোনে দিচ্ছেন খরচ-  দশগুনা !


রচনাকালঃ  ৩১-০১-২০২০ ।




.