বাগান করার শখ ছিল বাবার বড়
তখন আমার বয়স অল্প ।
খেঁঁটে-খাওয়া স্বনির্ভর মানুষটাকে দেখে
তাঁঁর জনৈক বন্ধু
আশ্বাস দিয়ে ক'ন- চিন্তার কিছু নেই,
গাছ-পালা আর ছেলে-পুলা একসাথে
বেড়ে ওঠবে- অভাব থাকবে না কিছু ...
আজ আমি পঁঁচিশে পা দিলাম,
গাছগুলো আমাকে উঁচিয়ে গেছে-
ওরা আমাকে দেয়- ছায়া, হাওয়া,
ফুল-ফল, ডাল-পালা আর
অম্লজান ; আমি শুধু দিই অঙ্গার ।
জীবনের জটিল-বহুল পথে হেঁঁটে যেতে যেতে
একদিন আমি দেখি অবাক হয়ে-
উদ্ভিদ আর প্রাণীতে মিলে
প্রকৃতির কোলে
আর এক জরাসন্ধ ।
(DBP26061995)
.