(বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মরণে)

  ওরা একদিন এসে ধরল আমাকে ।

- আমাদের কাগজে একটা সাক্ষাৎকার চাই ।
বিভিপি'র কথা- প্যেডি হত্যা... এসব নিয়ে ;
জানুক না দেশ- যা প্রকাশ পায় নি এখনও ।

: এ জানাতে আমার বিশ্বাস নেই ।

- প্লিজ ! মাত্র দু-চারটে প্রশ্ন- আই কেচিং !
  সামনে পনেরই আগষ্ট- গোল্ডেন-জুবিলি...
  বেরবে ফ্রণ্ট-পেজে ।

: আই-কেচিং ! কেমন করে ?

- যেমন ধরুন, স্বাধীনোত্তর পঞ্চাশ বছর কেমন  ?

: আর ?

- কোন স্বপ্ন দেখেন ?

: আর ?

- শেষ বয়সে এসে,  এখন কি করেন ?

: পনেরই আগষ্ট আজ ৩৬৫ দিনের একটি
বলে কি গোল্ডেন-জুবিলি ?  হিজিবিজি
হয়ে আসছে ফ্রণ্ট-পেজ- তাই গণ-মুক্তি,
বিপ্লবীদের কথা- চোখ থেকে যাচ্ছে ফসকে ?

- মহাশয়, মস্করা করছেন ?

: না হে ! সাক্ষাৎকার নেওয়ার কাজটাই
করে যাচ্ছি এখনও ।


(KGP05012001)




.