দুর্ভাগ্য- কিছু শব্দ যে কাব্য-ফাইল থেকে উধাও...
মনে পড়ছে না তো-
কোন্ তারা-বৃষ্টি লিখেছিল মুক্তো...
পাণ্ডুলিপি তো নেই;
দুরূহও বটে, শূন্য-স্থান ভরে দেওয়া;
আর কবিতার মর্ম-কথা...
তথৈবচ ;
বুক ঝাঁজরা- আরও একটা
বাঁকুড়ার দুর্ভিক্ষ...
সৌভাগ্য বলবো কি-
যদি ক্ষয়ে যাওয়া অংশও
চেয়ে থাকে
কোন চিত্রকল্পে...
রচনাকালঃ ১৩-০৯-২০১৭।
.