তার কথা লিখি যার কথা অল্পই জানি ।
বিদেয় করবো ভাবি
তবুও অনায়াসে
একটা ঘরে সে জেঁকে বসে-
      তার  নাম হৃদয় ।
দিন-শেষে সন্ধ্যায়ও কখন
মায়াবিনী হয়ে ওঠে
আকাশের চাঁদ ; রূপ দেখি যা'র
                        কাঁচে-

ভালোবাসি- বললে, তার আর
মৃত্যু নেই ...

রচনাকালঃ ১০/০৭/২০১৮।














*  কাব্য: অচেনা আলোয় ;  
গ্রন্থ:  তুমি এলে  বলে ;
কপিরাইটস্ © ২০২০ পিসি ।