বর্জ্য বস্তু, ঘৃণা-অবহেলায় থাকলে... আর সাফাই !
স্বচ্ছতা ধরে রাখতেও তেমনি-  দূরত্ব একটা  চাই ।

পরের দিন ছিল হরতাল ।
ঝাঁটাই-কর্মী মেয়ে ক’টা কাজ-শেষে ফিরছিল ঘরে ;  
ট্রাকের পাল্লা ধরে তারা দাঁড়িয়েছিল ডেক'এ-
খোলা আকাশের নীচে, এক কোণে ।
যানাভাবে, কতক বাস-যাত্রীও ওঠে পড়ে সে ট্রাকে;
আর তা’তেই অস্বস্তি হচ্ছিল ওদের...
গোধূলি হয়-হয় তখন ; একটা বাঁক পেরনোর পর
হঠাৎ চালক কি কারণে- মৃদু ব্রেক কষে ;
আর সাথে সাথেই একটা শোরগোল ওঠে...  

কতটা অপরিচ্ছন্নতা দেখলে একটা ঝাঁটাই কর্মী
চেঁচিয়ে সাবধান করে-

ছুঁইস না রে !

রচনাকালঃ ১৩-০৮-২০১৭ ।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)



















.