সামনে
দিগন্ত-বিস্তৃত আকাশ
হাজার তারায় ভরা ;
মাথার প’রে মণি খচিত সুবর্ণ মুকুট ;  
পৃথিবীটা যেন আজ রাতের কোন গ্রাম ...
চুপ-চাপ  শুয়ে  আছে  হাতের  মুঠোফোন  
পৃথিবীকে লাগছে বড়ই নীরব

রাস্তাও কেমন সুনসান !

(রচনাকালঃ ২২-০৭-২০১৮।)





.