বড় দুর্দিনে
বাঘে-গরুতে জল খায় এক-ঘাটে ;
করোনাক্রান্ত বিশ্বে নতুন চিত্র-
ফাঁকা মন্দির-মসজিদ-গির্জা...
সাত শো কোটি ভক্তের পৃথিবী- গৃহ-বন্দী;
মানব-জাতির সমূহ বিপদ ;
প্রাণ কণ্ঠাগত- হে! কণা-ঈশ্বর!
বুঝতে পারছ না- এ কার অস্তিত্ব সঙ্কট ;
নীরব রাস্তায়- খোলা আকাশের নীচে
বসে থেকো না আর- নির্মল পৃথিবীর মহিমায়;
থেকো না শুধু গাছ কিম্বা মনুষ্যেতর প্রাণীর ভেতর!
প্রকৃতির বখাটে সন্তান- এই করোনা!
দেখো না- সামলানো যাচ্ছে না !
বৈজ্ঞানিক-ডাক্তার...পরেসান!
কোন করিষ্মা দেখাও পরীক্ষাগারে এসে;
না হয় মৃত-সঞ্জীবনী হও...
নিষ্ঠাবান ভক্ত সব যে
সংরোধেও ঈশ্বরের নাম নিচ্ছে- দোয়া মাগছে ;
শেষ কথা-
মানুষ
মরে গেলে
ঈশ্বরের নাম নেবার জন্য কি কেউ থাকবে- বলো...
(রচনাকাল ১১-০৪-২০২০ ।)
.