শিলা একই ;  গুঁড়ো হলে- নুড়ি কিবা বালু ;
মিহি হলে- কাদা নয়তো পলি ।
ঘোলা জল-  তবু নদী জানে পৃথকীকরণ ও তার ব্যাকরণ...

মাঝি ভাই ! নদীর বুকে পলির স্তর
বৈঠাকে টেনে ধরে ।

(রচনাকালঃ ১৯-০২-২০১৮।)










.