বেড়ে-চলা অঙ্গে
কাপড় কি আর মাপে থাকে ?
একবার পরে নিলে কেনা পোশাকের
দেখো না বাজার দর...

কালের ধর্মে বস্তু হয় পুরনো
আর সুতো দুর্বল হয়, যেখানে গুঁতো লাগে ।
ষ্টোন-ওয়াশড জিন্স’এর কথা
কম বলা'ই ভাল ...

পাড়ার হেংলা ছেলেটা আজ রাস্তার মোড়ে
ষ্টোন-ওয়াশড পেণ্টে, একা দাঁড়িয়ে  

কূলবতী মেয়ে দিবা নিদ্রা শেষে  
ব্যলকোনীতে আসে
        কোন কাজে

ঘুম-চোখে সে
এক কাকতাড়ুয়া দেখে !  


(রচনাকালঃ ১৫-১০-২০১৭ ।)















.