যে'টা ভাবছ ছাদ
সেটা'ই পরে কিন্তু মেঝে ...
ছাদ পেটানোর দুপুর দেখোনি ;
এখন যা দেখছো সবটাই আসলে
টাইল-সিরামিক্সের রূপ-বাহার
মেঝের পরে ...
যতই হাত বুলাও
আর নাও দরজার হাতল, টেপ,
বেসিন-কমোড ইত্যাদির স্পর্শানুভূতি
খাটের বালিশে কান পাতলে শুনবে
অন্য-কথা
শ্রমজীবিদের ঘামে তৈরি ছাদ
এখন ডায়াফ্রাম; অনুরণন হয়ে
তা-ই আসছে
দেখো পাও কি না ...
(রচনাকালঃ ৩০-০৯-২০১৮ ।)
.